।। এমদাদুল হক তুহিন, সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা : ঢাকা-১৭ আসনের হেভিওয়েট তিন প্রার্থী নিজেকে ভোট দিতে পারছেন না। এর মধ্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থতার কারণে ভোটাধিকার প্রয়োগ থেকেই বিরত থাকছেন।
অন্যদিকে, ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুকও নিজেকে ভোট দিতে পারছেন না। ভোট দিতে গাজীপুরের কালীগঞ্জের গ্রামের পথে রয়েছেন তিনি।
আবার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদাও নিজেকে ভোট দিতে পারছেন না। তিনি ধানমন্ডির ভোটার। সংশ্লিষ্ট প্রার্থী ও নিজ নিজ দলের নেতারা সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
অসুস্থতার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। নির্বাচনের আগে দেশে ফিরলেও প্রচারণায় তিনি অংশ নিতে পারেননি। এরশাদ ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে লাঙ্গল প্রতীকে লড়ছিলেন। তবে ঢাকা-১৭ আসনে ফারুককে সমর্থন দিয়ে তিনি এ আসনটি থেকে সরে যান। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সারাবাংলাকে বলেন, ‘স্যার রংপুরের ভোটার। অসুস্থতাজনিত কারণে তিনি রংপুর যেতে পারছেন না। ফলে তিনি এবার ভোট দেওয়া থেকে বিরত থাকছেন।’
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সল চিশতী সারাবাংলাকে বলেন, ‘তিনি (এরশাদ) রংপুর যেতে পারছেন না। তাই তিনি এবার ভোট দিচ্ছেন না।’
ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন খান পাঠান (ফারুক) গাজীপুরের কালীগঞ্জের ভোটার। সারাবাংলাকে চিত্রনায়ক ফারুক বলেন, ‘ভোট দিতে আমি গ্রামের পথে রয়েছি। ভোট দেওয়া শেষেই ঢাকা ফিরে প্রতিটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখব।’
রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানীসহ ভাসানটেক এলাকা নিয়ে এ আসনটির স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাজমুল হুদা। সিংহ মার্কার এই প্রার্থী ধানমন্ডির বাসিন্দা। সারাবাংলাকে তিনি বলেন, ‘এখনও ভোট দেইনি। আমি ধানমন্ডির ভোটার।’
এই আসনের আরেক হেভিওয়েট প্রার্থী, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিভ রহমান পার্থ বারিধারার কসমোপলিটন লিমিটেড কেন্দ্রে ভোট দিয়েছেন।
সারাবাংলা/ইএইচটি/এসএন/