Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২ জনের মৃত্যু


৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কুমিল্লা: কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, নাঙ্গলকোটের বটতলা ইউনিয়নের সন্ধ্যাইয়ল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বাচ্চু মিয়া নামের একজনের মৃত্যু হয়। তবে এটি নির্বাচনি কেন্দ্রের বাইরের ঘটনা ।

এছাড়া চান্দিনার পশ্চিম বেলাশ্বর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে বিএনপির নেতাকর্মীরা ৫টি ব্যালট বাক্স ও পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে গুলি করে। এসময় একজনের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন আরেকজন।

বিজ্ঞাপন

বিএনপি নেতাকর্মীরা এসময় বেলাশ্বর কেন্দ্রে দেশি অস্ত্র নিয়ে হামলা করে বলেও পুলিশ সুপার জানান। আহত ব্যক্তিতে চান্দিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

কুমিল্লা নির্বাচনি সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর