ভোট না দেওয়ার সিদ্ধান্ত মির্জা আব্বাস দম্পতির
৩০ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: সাধারণ জনগণকে ভোট দিতে না দেওয়া, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও ঢাকা-৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস।
মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
মির্জা আব্বাসের মিডিয়া উইং কর্মকর্তা নাহিদ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের দুই প্রার্থীর কেন্দ্র ক্ষমতাসীনরা দখল করে নিয়েছে। আমাদের কোনো ভোটারকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া ভোটচুরি, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এই কারণে আমাদের দুই প্রার্থী ভোট দিচ্ছেন না।’
‘ভোট কারচুপির অভিযোগে ওই দুই প্রার্থী ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন’ বলে জানান মিডিয়া উইং কর্মকর্তা নাহিদ নজরুল ইসলাম।
সারাবাংলা/এজেড/একে