Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাল ভোট পড়লে কী করবেন?


৩০ ডিসেম্বর ২০১৮ ১২:০২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনের সময় একটি নিয়মিত অভিযোগ শোনা যায়, ভোটার ভোট দিতে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। যদি ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, এরই মধ্যে কেউ জাল ভোট দিয়ে দিয়েছেন, তাহলেও প্রতিকারের সুযোগ আছে। ওই ভোটারও ভোট দিতে পারবেন, যাকে বলা হয় ‘টেন্ডার ভোট’ বা ‘চ্যালেঞ্জ ভোট’।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ভোটারকে পোলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসারকে জানাতে হবে যে তিনি টেন্ডার ভোট দিতে চান। তখন প্রিজাইডিং অফিসারের অনুমতিক্রমে ভোটার একটি ভোট দেওয়ার সুযোগ পাবেন, যার নাম টেন্ডার ভোট।

টেন্ডার ভোট দেওয়া জরুরি, কারণ একটি ভোটকেন্দ্রে নির্দিষ্টসংখ্যক টেন্ডার ভোট পড়লে প্রিজাইডিং অফিসার সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়ার এখতিয়ার রাখেন। ফলে ভোটগ্রহণ সুষ্ঠু রাখতে ভোটার তার ভূমিকা রাখতে পারেন টেন্ডার ভোটের মাধ্যমে।

সারাবাংলা/এমএ/টিআর

জাল ভোট টেন্ডার ভোট

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর