।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
রাজধানী ঢাকার বেশিরভাগ কেন্দ্রেই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে ভোটগ্রহণ। বিভিন্ন ভোটকেন্দ্রে রয়েছে ভোটারদের উপস্থিতি। তবে ভোটারদের স্লিপ সরবরাহ করা হচ্ছে না বলে দীর্ঘ লাইন তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।
মহাখালীর বাসিন্দা আশিক রতন বলেন, এখানে কোন প্রার্থীর পক্ষ থেকে ভোটার স্লিপ দেওয়া হচ্ছে না। এটাই বড় অব্যবস্থাপনা । এসএমএস করে ভোটকেন্দ্রের কক্ষ নং জানাতে পারিনি।
তিনি আরও বলেন, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ভোট দিতে পারছি না।
ঢাকা-১৭ আসনের মহাখালীর টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে দেখা যায় ভোট দিতে আসা ভোটারদের দীর্ঘ ভিড়। প্রিজাইডিং অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ভোটার উপস্থিতি ভালো। সবার পুলিং এজেন্ট আছে। ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
এছাড়া, পার্শ্ববর্তী মহাখালীর তিতুমীর কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল হাসান সব দলের এজেন্টদের বুথে থাকার কথা জানিয়ে বলেন, কিছু কিছু বুথে সব প্রার্থীদের এজেন্ট আছে। কোন দলের এজেন্ট এসে ফিরে গেছেন এমন তথ্য নেই।
সারাবাংলা/ইএইচটি/এনএইচ