।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সারাদেশে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন হচ্ছে। এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ আসছে তা সত্য নয় বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
আজ রোববার (৩০ ডিসেম্বর) সকাল দশটার দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ইতোমধ্যে ২ ঘণ্টা ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র দুএকটি যায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। চট্টগ্রামে দুএকটি কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। একটি কেন্দ্রে আমাদের পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। দুটি অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। ময়মনসিংহে একটি কেন্দ্রে আমাদের অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
এ ছাড়া তিনি আরও বলেন, ‘ভৈরবের একটি কেন্দ্রে বহিরাগতরা এসে হামলা করেছে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছে, নিতে পারেনি। নোয়াখালীতে দুটি কেন্দ্রে গণ্ডগোল হয়েছে। ভোটের কিছু সামগ্রি লুট করে নেওয়া হয়েছে, আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। এই কয়েকটি কেন্দ্রছাড়া আর বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে।’
ড. কামাল হোসেনের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘সিল মারা হয়েছে এমন অভিযোগ আসেনি। এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগও পাইনি। তবে যেসব এজেন্ট আসেনি তাদের তো নিয়ে আসার দায়িত্ব আমাদের নয়।’
নির্বাচনের শেষ মুহূর্তে পরিস্থিতি নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ধারণা করছি বিকেলের পর থেকে কিছু সমস্যা হতে পারে। তাই সেভাবেই আমাদের নিরাপত্তার স্তর সাজানো হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি সম্পন্ন আছে। তবে হিসাব করলে এখন পর্যন্ত যে কয়েকটি ঘটনা ঘটেছে তা পয়েন্ট জিরো হতে পারে’—বলেও দাবি আইজিপি।
সকাল ৯টায় ঢাকা কলেজে বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর একটি ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা লাঞ্ছিত করার অভিযোগ এসেছে। এ ঘটনায় প্রশাসনের প্রদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাত্র জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখন থেকে ঢাকা কলেজ কেন্দ্রে আর কোনো অসুবিধা থাকবে না’ বলেও জানান তিনি।
এর আগে ঢাকা কলেজে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় লিখিত বক্তব্যে নিন্দা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সারাবাংলা/এসএইচ/এমআই