Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে আমি উদ্বিগ্ন: কামাল


৩০ ডিসেম্বর ২০১৮ ১৪:১২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৫:০৩

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচনের সার্বিক পরিস্থিতিতে গভীর দু:খ ও উদ্বেগ প্রকাশ করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে মতিঝিলে গণফোরাম অফিসে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর এই দৃশ্য দেখতে হলো। আজ জনগণের ভোটাধিকার নেই। অথচ এই রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে ঝড়, তুফান পেরিয়ে তার মালিকানার প্রমাণ দিতে গিয়ে ব্যর্থ হয়েছে। লাঠিয়াল বাহিনী, পুলিশ বাহিনী দেশের মালিকানায় আঘাত করেছে।

সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের আরেক প্রার্থী মোস্তফা মোহসিন মন্টু বলেন, আমি ঢাকা ৭ আসনের প্রার্থী। কিন্তু আমাকে ভোটের মাঠ থেকে সরে আসতে হয়েছে। মাঠ থেকে উঠে আসতে বাধ্য হয়েছি। আমার আসনের ১২২টি কেন্দ্রের সব পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব এদেরকে বিচার দিয়ে কোনো লাভ হয়নি।

ঢাকা ৬ আসনের প্রার্থী এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, পরিস্থিতি চরমে পৌঁছেছে। আমাদের লোকজনকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। লাঠিয়াল, পুলিশ বাহিনী একত্রিত হয়ে এজেন্টদের বের করে দিয়েছে। ইভিএম মেশিনে ভোট কারচুপি হওয়া চাক্ষুষ দেখলাম। সেনাবাহিনীকে অভিযোগ করে লাভ হয়নি। এ অবস্থায় ভোট বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট বর্জন করলে ওরা সুযোগ পাবে যে, আমরা মাঠে নেই। তবে, আমরা ভোট কেন্দ্রের আশেপাশে নেই।

সারাবাংলা/এএইচএইচ/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর