Sunday 11 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে স্লিপ না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারও ভোটার


৩০ ডিসেম্বর ২০১৮ ১৫:১২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:১৬

।। জাকিয়া আহমেদ ও সৈয়দ সোহেল রানা, মিরপুর থেকে ।।

মিরপুর: ঢাকা-১৫ আসনের ১ নম্বর কেন্দ্র মিরপুর মনিপুর উচ্চ বিদ্যালয় (বালিকা) থেকে ভোটার স্লিপ না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো ভোটার। রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ চিত্র দেখা গেছে।

ভোটারদের অভিযোগ, দুপুর সাড়ে ১২টা থেকে এই কেন্দ্রের সামনে ভোটারদের স্লিপ দেওয়ার যে জায়গা ছিলো তা তুলে দেওয়া হচ্ছে। ফলে শত শত ভোটার দীর্ঘক্ষণ লাইনে থেকে ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন। তারা বলছেন, ‘এখানে ভোটার স্লিপ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ফলে ভোট দেওয়া যাচ্ছে না।’

মারেফুল ইসলাম, তানজিনা আফরোজ সাফিয়া খাতুন, আসিফ ইকবাল, নাজমা খাতুনসহ অসংখ্য ভোটার ফেরত যাচ্ছেন স্লিপ না পেয়ে। কেউ কেউ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাজী তাজুল ইসলামকেও বিষয়টি জানিয়েছেন।

অফিযোগের বিষয়ে প্রিসাইডিং অফিসার কাজী তাজুল ইসলাম বলেন, ‘এটা তো আমাদের বিষয় না, নির্বাচন কমিশনের বিষয়। আমি ঢাকা-১৫ আসনের রিটানিং অফিসার শিবলী সাদিককে বিষয়টি জানিয়েছি। তিনি এর কোনো সমাধান দিতে পারেননি। এটা আসলেই একটা মিস ম্যানেজমেন্ট।’

তবে কে বা কারা ভোটার স্লিপ দেওয়ার জায়গা বন্ধ করে দিয়েছে তা কেউই জানে না।

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর