।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বরিশাল: বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, পুলিশি গ্রেফতার ও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বরিশাল-৪ আসনে ধানের শীষের প্রার্থী জে এম নুরুর রহমান জাহাঙ্গীর। অন্যদিকে, বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জানিয়েছেন, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে প্রার্থী হবেন না তিনি। তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া ভোট বর্জন করবেন না বলেও তিনি জানান।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান ধানের শীষের দুই প্রার্থী।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মজিবর রহমান সরোয়ার বলেন, আগে থেকেই দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইনি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তে আমাকে নির্বাচনে আসতে হয়েছে।
তিনি বলেন, নির্বাচনে নিয়ে সরকার তামাশা করেছে। অথচ শেখ হাসিনা অবাধ ও নিরেপক্ষ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। আমরাও সেই কথা বিশ্বাস করে নির্বাচনে অংশ নিয়েছিলাম। নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ আমাদের নেতাকর্মী-সমর্থকদের গণগ্রেফতার করে জেল ভরে ফেলেছে। আজ ভোটগ্রহণের দিন আমার এজন্টেদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা প্রশাসনের সামনে নৌকা মার্কায় সিল মারছে। এমন অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আগামীতে কোনো দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচনে আমি ব্যক্তিগতভাবে প্রার্থী হব না।
এদিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী জে এম নুরুর রহমান জাহাঙ্গীর।
দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই আমার প্রতিপক্ষ বর্তমান ক্ষমতাশীল দলের নেতাকর্মীরা আমাকে প্রচার-প্রচারণা করতে দেয়নি। আজ ভোটের দিনও আমার সব এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে নৌকা মার্কায় সিল মারছে। এমন পরিস্থিতিতে আমি এই ভোট বর্জন করলাম।
সারাবাংলা/টিআর