এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তাসহ ভোটের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক।’ ভোট পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষকরা রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল হাই স্কুলে সারাবাংলা’র সঙ্গে আলাচ এমন মন্তব্য করেন।
নির্বাচন কমিশন (ইসি) এর আমন্ত্রণে এবারের ভোট পর্যবেক্ষণ করতে ১৫০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৬৫ জন বিদেশি সাংবাদিক এসেছেন। এর বাইরে ২৫ হাজার ৯০০ জন স্থানীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।
ভারত থেকে আসা কমল ভট্টাচার্য সারাবাংলা’কে বলেন, ‘আমি এখন পর্যন্ত ৫টি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। সার্বিক পরিস্থিতি দেখে খুবই ভালো লেগেছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বেশি ভালো লেগেছে মহিলাদের অবাধভাবে ভোট কেন্দ্রে আসার দৃশ্য দেখে।’
নেপালের মো. আলী সারাবাংলা’কে বলেন, ‘নিরাপত্তার বিষয় দেখে ভালো লেগেছে, কোনো ঘাতটি নেই। সহিংসতার কোনো ঘটনা দেখিনি।’
শ্রীলঙ্কার মো. এহসান বাদল সারাবাংলা’কে বলেন, ‘আমি ৪ টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে।’
কানাডার টেরিডন ফসটার সারাবাংলা’কে বলেন, ‘আমি ৫টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। খুবই ভালো ভোট হচ্ছে। কানাডার ভোটের সঙ্গে বাংলাদেশের ভোটের বেসিক কোনো পার্থক্য নেই। পার্থক্য বলতে কানাডায় নারী-পুরুষ একসঙ্গে ভোট দিতে ঢোকে, আলাদা লাইন ধরতে হয় না।’
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোটে মোট ভোটার ১০৪ দশমিক ২ মিলিয়ন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২। ৩০০ আসনের জন্য মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে ১ হাজার ৭৩৩ জন একাধিক রাজনৈতিক দলের প্রার্থী, বাকি ১২৮ জন স্বতন্ত্রভাবে ভোট করছে।
সারাবাংলা/জেআইএল/আরএফ