।। সারাবাংলা ডেস্ক ।।
ভোটারদের ভোটকেন্দ্রে যেতে পথে বাধা, ভোটের ফলের শিটে সই রেখে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো অভিযোগে ভোট বর্জন করেছেন বাগেরহাট-৪ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সেমনাথ দে।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে একাদশ জাতীয় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনের ভোটকেন্দ্র দখল, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে পথে পথে বাধা দেওয়া, ভোটের ফলের শিটে সই রেখে কেন্দ্র থেকে নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়া এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ভোটকেন্দ্র দখলে পুলিশ ও প্রিজাইডিং অফিসারদের সহায়তার অভিযোগে বাগেরহাট-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এর আগে, ঢাকা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া, ঢাকা-১৭ আসনে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বরিশাল-৪ আসনে ধানের শীষের প্রার্থী জে এম নুরুর রহমান জাহাঙ্গীর, লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বেশ কয়েকজন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সারাবাংলা/টিআর