।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি খুব ভালো, কোথাও কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা-১৭ আসনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘দেশবাসী শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। অতীতের নির্বাচনগুলোর চেয়ে অনেক ভালো নির্বাচন হচ্ছে। ভোটকেন্দ্রে ঢলে ঢলে মানুষ যাচ্ছে। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নিরাপদে বাড়ি ফিরছে।’
তিনি জানান, বিভিন্ন স্থানে ভোট শুরু হওয়ার আগের রাতে দুটি ও ভোট শুরুর মুহূর্তে ৫টি কেন্দ্র দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু তারা ব্যর্থ হয়। আমরা (র্যাব) কেন্দ্রগুলো নিয়ন্ত্রণে নিয়েছি। এখন সেখানে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। কারা ওইসব কেন্দ্র দখলের চেষ্টা করেছে সেটাও আমরা জানি। ভোটারদের মধ্যে যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেজন্য কেন্দ্রগুলোর নাম প্রকাশ করা হচ্ছে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট এলেই একটি গোষ্ঠী গাড়িতে আগুন ও পেট্রোল দেওয়ার কাজ করে থাকে। এসব বিষয়ে ভোটের আগে ও পরে আমরা সজাগ আছি। যাতে কোনো রকম সংঘাত না হয়। আর কেউ সংঘাত বা নাশকতার চেষ্টা চালালে অবশ্যই তাদের আইনানুযায়ী উচিত শিক্ষা দেওয়া হবে।’
সারাবাংলা/ইউজে/এমও