Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীর নির্বাচন বর্জন


৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:০৫ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর: ভোট ডাকাতি ও কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন লক্ষ্মীপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। এ ছাড়া নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনেরও দাবি জানিয়েছেন তিনি।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন এ্যানী।

এই নির্বাচনে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে রাতের অন্ধকারে ভোট ডাকাতি, কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া এবং নির্বাচন কর্মকর্তাদের জিম্মি করে রাতেই ৫০-৬০ ভাগ ভোট নৌকা প্রতীকে দিয়ে বাক্সে ভরে রাখাসহ বিভিন্ন অভিযোগ আনেন এ্যানী এবং এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে তা বাতিল ও পুনঃনির্বাচনের দাবি করেন।

বিজ্ঞাপন

এ ছাড়া তিনি রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন বলেও জানান এ্যানী।

সারাবাংলা/এমআই

এ্যানী ভোট বর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর