Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবা‌নে ভোট গ্রহণ শেষ, চল‌ছে গণনা


৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:৪১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১৬:৪২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বান্দরবা‌ন: বান্দরবা‌নের ৩০০নং সংসদীয় আস‌নে একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হ‌য়ে‌ছে। এখন চলছে ভোট গণনা।

রোববার (৩০ ডি‌সেম্বর) সকাল ৮টার সময় ‌জেলার ৭টি উপ‌জেলার ১৭৬টি ভোট কে‌ন্দ্রে এক‌যো‌গে শা‌ন্তিপূর্ণভা‌বে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থে‌কে ভোটাররা লাই‌নে দাঁড়ি‌য়ে নিজ নিজ ভোট প্রদান করেন।

সকা‌লে বান্দরবান সরকারি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ে আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈ‌সিং নৌকা প্রতী‌কে এবং আদর্শ প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে ঐক্যফ্রন্ট ম‌নোনীত প্রার্থী সা‌চিং প্রু জেরী ধা‌নের শীষ প্রতী‌কে নিজ ভোট প্রদান ক‌রেন। প‌রে বিকালে ভোট গ্রহণ শে‌ষে ভোট গণনা শুরু হয়।

সারা‌দিন জেলার কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। পাহাড়ি দুর্গম এলাকায় যাতায়া‌তের সু‌বিধা না থাকায় ১৭৬টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে ১৩টি ভোট কেন্দ্রে ‌নির্বাচনি সরঞ্জাম ও লোকবল পাঠা‌নোর জন্য হে‌লিকপ্টার ব্যবহার করা হ‌য়ে‌ছে।

বান্দরবান পু‌লিশ সুপার জা‌কির হো‌সেন মজুমদার ব‌লেন, ‘বান্দরবা‌নে ৬ স্ত‌র বি‌শিষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। এখা‌নে ১ হাজার ১০০ পু‌লিশ, ১ হাজার ৭০০ সেনাবা‌হিনী, ৫৭৫ জন বি‌জি‌বি সদস্য, ২ হাজা‌রের ওপ‌রে আনসার মোতা‌য়েন আছে। এক‌টি সুস্থ ও সুন্দর প‌রি‌বে‌শে বান্দরবা‌নে ভোট গ্রহণ হ‌য়ে‌ছে।’

বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম ব‌লেন, ‘আমরা বেশ ক‌য়েক‌টি ভোট কেন্দ্র প‌রিদর্শন ক‌রে‌ছি। এখা‌নে ভোটাররা খুব সুন্দর প‌রি‌বে‌শে ভোট প্রদান ক‌রে‌ছে। এছাড়া প্রত্যেক প্রার্থীর এজেন্টরাও উপ‌স্থিত ছিলো। জেলার কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি। খুবই শা‌ন্তিপূর্ণ ভা‌বে এখা‌নে ভোট গ্রহণ হ‌য়ে‌ছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর