Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইফকে ম্যাচটা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কামাল বাবু!


১৩ জানুয়ারি ২০১৮ ২০:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০৬

জাহিদ-ই-হাসান, স্টাফ করেসপন্ডেন্ট

শেখ জামালের বিপক্ষে ফরাশগঞ্জে সেই ‘পাতানো ম্যাচের’ খবর এখনও বাতাসে বিতর্ক ছড়াচ্ছে, তারই মধ্যে আরেকটি বিতর্কের জন্ম দিয়েছে রহমতগঞ্জ ম্যাচটিও। ‘ম্যাচ পাতানোর’ প্রতিবাদে কালো ব্যাজ পড়ে আসা রহমতগঞ্জের খেলোয়াড়, কোচ, দর্শকরা পেয়েছে সম্ভাব্য ‘প্রত্যাশিত’ জয়ই। প্রত্যাশিত বলার কারণও আছে।

হ্যাভিয়েট সাইফকে ‘মামুলি’ বানিয়ে অবনমন এড়িয়েছে পুরান ঢাকার ক্লাবটি। কোচ কামাল আহমেদ বাবু অশ্রুসিক্ত হয়ে সারাবাংলার কাছে স্বীকার করলেন, সাইফ স্পোটিং ক্লাবকে ম্যাচটি ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি!

ভুল পড়ছেন না।

অবনমন এড়াতে ক্লাবটির কাছে প্রস্তাব দিয়েছিলেন বর্তমানে সাইফের বয়সভিত্তিক ক্লাবে কোচের দায়িত্বে থাকা কামাল বাবু।
কিভাবে প্রস্তাবটি দিয়েছিলেন? ‘ফরাশগঞ্জের বিপক্ষে শেখ জামাল ম্যাচটা ছেড়ে দিয়েছে। আপনারা ছেড়ে দিলে আমরাও অবনমন এড়াতে পারি।’

এরপর আজকে প্রত্যাশিত জয় পেয়ে গেছে কামাল বাবুর শিষ্যরা। সাইফকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে পুরান ঢাকার ক্লাবটি। প্রথমার্ধের দুই মিনিটের মাথায় প্রথম গোল ও ৩২ মিনিটেই ম্যাচ পকেটে পুরে নিয়ে অবনমন জোন থেকে মুক্ত হয়েছে ক্লাবটি।

বিদেশি খেলোয়াড়দের বাইরে রেখেই দেশিদের দিয়ে ম্যাচটি খেলিয়েছে সাইফ। ম্যাচে মাঠে ঠিকমতো খুঁজে পাওয়া যায়নি এএফসি কাপে কয়েকদিন পর মাঠে নামতে যাওয়া সাইফ স্পোর্টিংকে। ম্যাচজুড়ে অনেকটা ‘ছেড়ে-ছেড়ে’ খেলার প্রবণতা লক্ষ্য করা গেছে।

ম্যাচ শেষে কারণ জানতে গেলে সাইফের কোনও কর্মকর্তাকে খুঁজে পাওয়া গেল না।

তবে, স্বীকারোক্তির পরই কামাল বাবু জানালেন, তার প্রস্তাবে নাকি সাইফ সাড়া দেননি। বরং পাতানো ম্যাচের বিপক্ষে অবস্থান নিয়েছে সাইফ স্পোর্টিং। ২৩ জানুয়ারি মালদ্বীপের টিসি স্পোর্টসের বিপক্ষে এএফসি কাপে অংশ নিতেই বিদেশি খেলোয়াড়দের বসিয়ে রাখার চিন্তা করেছে সাইফ। এমনটাই জানালেন কামাল বাবু।

বিজ্ঞাপন

লিগ শেষ হওয়ার আগে অবনমন নাটক নিয়ে বেশ কয়েক বছর ধরেই ঘরোয়া ফুটবলে এমন অভিযোগ মাথাচাড়া দিয়ে ওঠে। কেউ কেউ শাস্তি পায় আবার কেউ কেউ বেঁচে যান।

এখন ঘটনার রেষ কোথায় ঠেকবে সেটা দেশের ফুটবল অভিভাবক বাফুফেই বলতে পারবে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই
১৫ জানুয়ারি ২০২৫ ১১:১০

আরো

সম্পর্কিত খবর