প্রতিপক্ষের বাড়িঘরে গিয়ে রেষারেষি-মারামারি নয় : কাদের
৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৪৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নোয়াখালী: রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে রেষারেষি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালীর নিজ নির্বাচনি এলাকায় বিজয় পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ধৈর্য ধরে সংযত হয়ে সবাই বিজয় আনন্দ উপভোগ করবেন। কেউ মারামারি করবেন না। আওয়ামী লীগের ঐতিহ্য আছে। তাই কারো বাড়িঘরে গিয়ে রাজনৈতিক কোনো রেষারেষি করবেন না। বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি করবেন না।
তিনি বলেন, রাজনীতিতে জোয়ার ভাটা থাকবে। প্রতিপক্ষের ওপর কোনো বাড়াবাড়ি বা প্রতিহিংসা দেখানো যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি কোথাও কোনো বাড়াবাড়ি করা যাবে না। এখানকার অনেক এলাকায়ই সমস্যা হয়েছে। তবে, এই এলাকায় তেমন কোনো সহিংসতা হয়নি। এজন্য, প্রধানমন্ত্রী নেতাকর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
যেকোনো মূল্যে এই বিজয়কে আত্মস্থ করতে হবে। তাহলে আরো বিজয় আসবে। যোগ করেন ওবায়দুল কাদের।
এলাকার সমস্যার সমাধান রাতারাতি হবে না জানিয়ে তিনি বলেন, এখানে গ্যাস সংযোগ আর কর্মসংস্থান দরকার। এগুলোর সমস্যার সমাধান করা হবে।
সারাবাংলা/জেএএম/জেডএফ