ফের নির্বাচনের প্রশ্নই আসে না: আওয়ামী লীগ
৩১ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ভোটে কারচুপির অভিযোগ এনে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ফের নির্বাচনের যে দাবি তুলেছে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ।
সোমবার (৩১ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ফের নির্বাচনের প্রশ্নই আসে না। ড. কামাল ও মির্জা ফখরুল ফের নির্বাচনের যে দাবি তুলেছে আমরা তা প্রত্যাখ্যান করছি।’
ড. কামালদের দাবি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক, অযৌক্তিক। তারা গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলেন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আকাশচুম্বি জনপ্রিয়তার কারণেই আজকে আওয়ামী লীগের ঘরে বিজয়ের ফসল এসেছে।’
নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই। কারণ নির্বাচন কমিশন বাংলাদেশকে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিয়েছে। এছাড়া রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টদের অভিনন্দন জানাই।’
আবদুর রহমান বলেন, ‘বিভিন্ন দেশ থেকে পর্যবেক্ষক, সাংবাদিক এসেছেন। ওআইসির সহকারী মহসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’
তিনি বলেন, ‘জনগণ সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে। ভোটের মাধ্যমে জনগণ জামায়াত-যুদ্ধাপরাধী, অপশক্তির হাত গুঁড়িয়ে দিয়েছে। আমরা দেশবাসীকে অভিনন্দন জানাই।’
আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বলেন, ‘আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমরা কোনোপ্রকার বিজয় মিছিল করব না। শান্তিপূর্ণ একটা নির্বাচন হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে।’
বিকেল ৪টায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিদেশি সংবাদকর্মী,পর্যবেক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সারাবাংলা/এনআর/একে