Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে আ’লীগের ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ-ফাঁকা গুলি


৩১ ডিসেম্বর ২০১৮ ১৪:০৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবির বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

সোমবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুটিয়া থানার সামনে দুই পক্ষের মধ্যে  এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন জানান, রোববার (৩০ ডিসেম্বর) কে বা কারা পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবির বাড়িত ককটেল নিক্ষেপ করে। সেই ঘটনার তদন্তের জন্য পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ তাদের কর্মীদের নিয়ে থানায় আসেন। এসময় তারা একে অপরকে দোষারোপ করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সারাবাংলা/এসএম/জেডএফ 

আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ রাজশাহীতে সংঘর্ষ