Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামানত হারালেন ইমরান এইচ সরকার, পেয়েছেন ২৭৭৫ ভোট


৩১ ডিসেম্বর ২০১৮ ১৬:২১ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার তার জামানত হারিয়েছেন।

রোববারের ভোটে তিনি দুই হাজার ৭৭৫ ভোট পেয়েছেন, যা মোট ভোটের এক-অষ্টমাংশের কম। এ আসনে জামানত ফেরতের জন্য অন্তত ২৯ হাজার ৫০০ ভোট পাওয়া প্রয়োজন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী, কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ১২০ জন। মোট ১৩০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট বৈধ ভোট সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৩৯৯।

এবার এ আসনে ১৬ প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল অনুযায়ী আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন এক লাখ ৬২ হাজার ৬৩৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। মটরগাড়ি প্রতীকে নির্বাচনে অংশ নেয়া ডা. ইমরান এইচ সরকারসহ ১৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

বিজ্ঞাপন

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ৯৬০ ভোট।

সারাবাংলা/একে

ইমরান এইচ সরকার একাদশ নির্বাচন জাতীয় সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর