Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের ফল প্রত্যাখ্যান, কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট


৩১ ডিসেম্বর ২০১৮ ২১:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রত্যাখান করে নতুন করে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারক লিপি প্রদান করবেন। তবে কবে নাগাদ কমিশনে স্মারকলিপি দেওয়া হবে এটা স্পষ্ট না করলেও আগামী ৩ জানুয়ারি ওই স্মারকলিপি দেওয়া হতে পারে বলে ঐক্যফ্রন্ট সূত্রে জানা যায়।

সোমবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় মতিঝিল মেট্টোপলিটন চেম্বার ভবনের নিচে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত তার চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়।

ড. কামাল হোসেন বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ করা হয়েছে, তা দেশবাসী প্রত্যক্ষ করেছেন ও হারে হারে উপলব্ধি করছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনি ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে, তা দেশের মানুষসহ বিশ্ববাসীকে দেখেছে।’

গণফোরাম সভাপতি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আওয়ামী লীগসহ তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন। এই কমিশন দলীয়ভাবে জিতলেও হেরেছে দেশের মানুষ। এর মধ্য দিয়ে গণতন্ত্রের কবর জয়েছে। কথিত নির্বাচন ঘৃণা ভরে প্রত্যখান করেছ ঐক্যফ্রন্ট।’ একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানান কামাল হোসেন।

বিজয়ী ঐক্যফ্রন্টের নেতারা শপথ নিতে যাবেন কিনা, এ প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘সেটি পরে জানানো হবে। সব কিছু বিবেচনায় নিয়ে কাজ করা হচ্ছে।’

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা পুরো নির্বাচনি প্রক্রিয়া ও ফলাফলকে রিজেক্ট করেছি। সেখানে অন্য কোনো প্রশ্ন থাকে না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

'আলিস বিশ্বাস রাখ, তুই পারবি'
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৯

আরো

সম্পর্কিত খবর