Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যে ছুরিকাঘাতে আহত ৩, আটক ১


১ জানুয়ারি ২০১৯ ১৫:০২ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। সোমবার (৩১ ডিসেম্বর) বর্ষবরণের রাতে ভিক্টোরিয়া রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

পুলিশ জানায়, ৫০ বছর বয়স্ক এক পুরুষ ও নারী ছুরিকাঘাতে আহত হন। এছাড়া, ছুরিকাঘাত করা হয় একজন ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ অফিসারের কাঁধে।

হামলা গুরুতর হলেও আহতরা আশঙ্কামুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

হামলার পর ভিক্টোরিয়া রেলস্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আপাতত সেখানে হামলার আর কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বিবিসি ৫-এর লাইভ প্রডিউসার স্যাম ক্লাক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্যাম বলেন, হামলাকারীর কাছে রান্নাঘরের ব্যবহৃত লম্বা ছুরি ছিল।

তিনি ওই মুহূর্তকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন।

সারাবাংলা/এনএইচ

ছুরিকাঘাত যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর