হিসাব নিকাশ করেই জনগণ ভোট দিয়েছে : তোফায়েল
১ জানুয়ারি ২০১৯ ১৫:০৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা : বাংলাদেশের জনগণ বিভিন্ন হিসাব নিকাশ করেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আগামী ৫ বছরে বিশ্বের কাছে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিণত হবে বাংলাদেশ। জনগণ এসব হিসাব নিকাশ করেই আমাদের পক্ষে রায় দিয়েছে।’
মঙ্গলবার (১ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, জনগণের মাঝে জমে থাকা ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার ক্ষোভ, ২১ আগস্ট গ্রেনেড হামলার ক্ষোভের প্রতিশোধ নিয়েছে তারা। এজন্য আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছে তারা। তরুণ প্রজন্ম ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতার ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার প্রতি রায় দিয়েছে।
বিএনপির ভরাডুবি সম্পর্কে তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি জামাত যে সন্ত্রাস-অত্যাচার করেছিল, তার প্রতিবাদে ২০০৮ সালে জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়ে তাদের পরাজিত করে। ২০১৪ সালের নির্বাচনে তারা অংশগ্রহণই করেনি। ২০১৮ তে এসে তারা নির্বাচন করেছে। এই নির্বাচনে তারা জিতলে কে হতেন প্রধানমন্ত্রী? তার কোনো দিক নির্দেশনা না পেয়েই জনগণ তাদেরকে ভোট দেয়নি। তাছাড়া জামায়াত জোটের প্রতি তাদের ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশই তারা ব্যালট বাক্সে দিয়েছে।’
মঙ্গলবার গেজেট প্রকাশিত হলে আগামী ৩ জানুয়ারিই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলেও জানান তোফায়েল আহমেদ। তিনি জানান, এর পরে পার্লামেন্ট কমিটির বৈঠকের পরে সরকার গঠন করা হবে।
সারাবাংলা/এএইচএইচ/এসএমএন