Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ


১ জানুয়ারি ২০১৯ ২০:১৯ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ২০:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ২৯৮ প্রার্থীর গেজেট প্রকাশ হয়েছে। নির্বাচনের একদিন পরই মঙ্গলবার (১ জানুয়ারি) এই গেজেটে সই করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

ইসি’র যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান মঙ্গলবার রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইসি সচিবের সই করা ২৯৮ নির্বাচিত প্রার্থীর গেজেট ছাপানোর কাজ চলছে সরকারি মুদ্রণ প্রতিষ্ঠান বিজি প্রেসে। রাতের মধ্যেই গেজেট ছাপানোর কাজ শেষ হবে।

এর আগে, গত রোববার (৩০ ডিসেম্বর, ২০১৮) অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তিনটি ভোটকেন্দ্রের ফল স্থগিত করায় ওই আসনের ফল স্থগিত রেখে বাকি ২৯৮ আসনে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় নির্বাচন কমিশন থেকে। ব্রাহ্মণবাড়িয়ার স্থগিত তিন কেন্দ্রে আগামী ৯ জানুয়ারি পুনঃভোট হওয়ার পর ওই আসনে বিজয়ীর নাম জানা যাবে।

বিজ্ঞাপন

এর আগে, ইসি’র যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান সারাবাংলাকে বলেছিলেন, ‘নির্বাচিতদের গেজেট প্রকাশের সব প্রস্তুতি চলছে। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে তা পাঠাবে ইসি সচিবালয়।

বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। তবে, ভোটের কত দিন পর গেজেট হবে, সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই।

সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্য পদ খারিজ হবে।

সারাবাংলা/জিএস/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর