Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুখের দেখা পাওয়ার আগেই প্রাণ গেলো!’


১ জানুয়ারি ২০১৯ ২২:৩২

।। সোহেল রানা, স্টাফ করেপন্ডেন্ট ।।

ঢাকা: কিছু কিছু মানুষ থাকেন, যাদের সারাটা জীবনই কাটে দুঃখে-বেদনায়-সংগ্রামে। সামান্য সুখের আশায় তারা দিনের পর দিন করে যান প্রাণপণ লড়াই। কিন্তু ভাগ্য তাদের কখনোই সুপ্রসন্ন হয় না। ভাগ্য কেবলই তাদের সঙ্গে নিরন্তর প্রতারণাই করে যায়। তেমন একজন ভাগ্যবিড়ম্বিত নারী পোশাককর্মী নাহিদ পারভিন পলি ( ২০)। মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর মালিবাগে বাসচাপায় নিহত হন তিনি। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বসে তার সহকর্মী ও রুমমেট তানিয়া আক্তার সারাবাংলাকে বলেন, ‘জীবন ভর কষ্টই করে গেলেন পলি। সুখের দেখা পাওয়ার আগেই প্রাণ গেলো!’

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৫ ঘণ্টা পর স্বাভাবিক মালিবাগ-রামপুরা সড়কের যান চলাচল

পলির সঙ্গে একই রুমে থাকতেন উল্লেখ করে তানিয়া বলেন, ‘অনেক কথা হতো আমাদের। সেখান থেকেই পলির সবকিছু জানি।’ তিনি যোগ করেন, ‘পৃথিবীর জটিল রূপ চেনার অনেক আগেই পলি তার বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর পর পলি যেন অকুল পাথারে পড়ে গেলেন। তার দুই চোখে নেমে এলো ঘোর অমানিশা। যেকোনো খড়কুটো আঁকড়ে ধরেই বেঁচে থাকার প্রাণান্তকর সাধনা করতে থাকেন তিনি। দেশে কোনো অবলম্বন না পেয়ে প্রায় ছয় বছর আগে ভাগ্যের অন্বেষণে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশে ওমানে। রোজগারের সব টাকাই পাঠাতেন এক নিকট আত্মীয়ার কাছে। দীর্ঘ পাঁচ বছর প্রবাস জীবন শেষে প্রায় ৮ মাস আগে দেশে ফিরে আসেন। যে আত্মীয়ার কাছে টাকা পাঠাতেন, দেশে ফিরেই তার কাছে টাকা ফেরত চাইলে শুরু হয় অত্যাচার।’

আরও পড়ুন: বাসচাপায় ২ পোশাক শ্রমিকের মৃত্যু: মালিবাগে বাসে আগুন, ভাঙচুর

পলির দুর্ভাগ্যের বর্ণনা দিতে গিয়ে তানিয়া বলেন, ‘পলি টাকা ফেরত চাইলে ওই আত্মীয়া বলেন, ছোটকাল থেকে তোরে আমরা পালছি! এখন আবার কিসের টাকা চাস? বিষয়টি নিয়ে তর্কবিতর্ক হলে তখন ওই আত্মীয় তাকে মারধরও করেন। এরপর এক বৃদ্ধের সঙ্গে তাকে বিয়েও দেন তারা। তবে, সেই বিয়ে টেকেনি। ৪-৫ মাস আগে এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করে পলি ঢাকায় পালিয়ে আসেন। এরপর গত ২২ ডিসেম্বর চৌধুরীপাড়া এমএস ফ্যাশন গার্মেন্টসে যোগ দেন।’

বিজ্ঞাপন

জানতে চাইলে পলি ও মিমের সহকর্মীরা জানান, দুপুরে এক ঘণ্টার বিরতিতে বাসায় খাবার খেতে যান পলি ও মীম। বিরতির পর তারা আবার গার্মেন্টেসে যাচ্ছিলেন। কিন্তু মালিবাগ আবুল হোটেলের সামনের রাস্তায় পার হওয়ার সময় বাড্ডাগামী যাত্রীবাহী সু-প্রভাত পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মীম মারা যান। হাসপাতালে নেওয়ার কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভাঙচুরের পর এবার গাড়িতে আগুন

এদিকে, ১০/১২ দিন আগে ঢাকায় আসেন মিম। ওঠেন পলির বাসায়। আজ বছরের প্রথমদিনেই তিনি এই গার্মেন্টেসেই দেন যোগ বলে জানান মিমের মামাতো ভাই আনোয়ার হোসেন। তিনি জানান, ‘এক ভাই, এক বোনের মধ্যে মিম ছিল ছোট।’

উল্লেখ্য, মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর দেড়ার দিকে রাজধানী মালীবাগে আবুল হোটেলের সামনে যাত্রীবাহী বাসচাপায় নাহিদ পারভিন পলি ও মিম আক্তার নামের দুই পোশাক শ্রমিক মারা যান। এ ঘটনায় শ্রমিকরা প্রথমে সড়ক অবরোধ করে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরসহ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পাঁচঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এরপর প্রায় সাড়ে ছয়টার দিকে স্বাভাবিক হয় মালিবাগ-রামপুরা সড়কে যান চলাচল।

সারাবাংলা/এসআর/জেএ/এমএনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর