Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে সব দলের অংশগ্রহণ গণতন্ত্রের প্রতি আস্থার প্রতিফলন’


২ জানুয়ারি ২০১৯ ০০:৪৭ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ০২:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো দলের অংশগ্রহণকে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থার প্রতিফলন বলে অভিহিত করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার (১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র মাজা কোচিজানসিস এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘এবারের নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। গত ১০ বছরের মধ্যে এবারের নির্বাচনে সবগুলো দলের অংশগ্রহণ ছিলো। তবে নির্বাচনের দিনে সহিংসতা ও দেশের বিভিন্ন স্থানে নির্বাচনপূর্ব প্রচার-প্রচারণায় লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।’

বিজ্ঞাপন

নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব ঘটনার যথাযথ তদন্ত ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে উল্লেখ করে বলা হয়েছে—নির্বাচনের দায়িত্ব পালনে সর্বোচ্চ স্বচ্ছতা রাখা প্রয়োজন।

এছাড়া বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা করে বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। এরই পরিপ্রেক্ষিতে দেশের জনগণের স্বার্থে আমরা বাংলাদেশের প্রতি আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।

সারাবাংলা/জেআইএল/এমআই

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন

বিজ্ঞাপন

জিপিএ-৫ এর শীর্ষে কোন বোর্ড?
১০ জুলাই ২০২৫ ১৬:০০

সজীব গ্রুপে কাজের সুযোগ
১০ জুলাই ২০২৫ ১৫:৫৮

আরো

সম্পর্কিত খবর