Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ল সোনার দাম


২ জানুয়ারি ২০১৯ ১২:৪৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রতি ভরি সোনা এখন গুনতে হবে সর্বোচ্চ ১ হাজার ৫১৭ টাকা। এতে ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াচ্ছে ৪৮ হাজার ৯৮৯ টাকা। বুধবার (২ জানুয়ারি) থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এর আগে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে সোনার দাম বাড়ার ঘোষণা দেয়। গত ২৩ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নির্বাচনের কারণে সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়েছিল।

দর বাড়ায় আজ বুধবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৬৫৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪১ হাজার ৬৪০ টাকায়। সনাতন পদ্ধতির সোনার ভরি আগের মতোই থাকছে, অর্থাৎ ২৭ হাজার ৫৮৫ টাকা। একইভাবে রুপার ভরি ১ হাজার ৫০ টাকা অপরিবর্তিত থাকছে।

এদিকে, মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪৭২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হয়। বুধবার থেকে ২২ ও ১৮ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫১৭ টাকা দাম বাড়ছে। ২১ ক্যারেটে ভরিতে বাড়ছে ১ হাজার ৪৫৮ টাকা।

প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। অলংকার তৈরিতে সোনার সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (মূসক) যোগ হবে।

সারাবাংলা/জেএএম

বাড়ল সোনার দাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর