Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য: ইসি সচিব


২ জানুয়ারি ২০১৯ ১৩:২৯

।।স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘সংসদ অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে নির্বাচিত কোনো সংসদ সদস্য শপথ না নিলে সেই আসনকে শূন্য ঘোষণা করা হবে।’ বুধবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বিএনপির নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ নেবেন না, এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে শপথ নিতে হবে।’

ইসি সচিব বলেন, ‘৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে। অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলে সে আসন শূন্য ঘোষণার দায়িত্ব সংসদের। ’ সেই আসন শূন্য ঘোষণা করে পুনঃনির্বাচনের জন্য ইসিকে সংসদ সচিবালয় চিঠি দেবে বলেও তিনি করেন।

সারাবাংলা/জিএস/জেএএম

৯০ দিনের মধ্যে শপথ না নিলে আসন শূন্য ঘোষণা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর