Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন


২ জানুয়ারি ২০১৯ ১৩:৪২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্ধারিত সময়ের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, আগামী মার্চের মধ্যে ‍উপজেলা নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি ও এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে আমাদের হাতে সময় আছে মার্চ মাস। এই সময়ের মধ্যেই নির্বাচন করতে চায় কমিশন। মার্চে নির্বাচন করতে হলে ফ্রেব্রুয়ারিতে তফসিল ঘোষণা করতে হবে।

ইসি সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ছয় ধাপে ৪৮৭টিরও বেশি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রায় একশ উপজেলায় নির্বাচন হবে। এ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা হবে চলতি মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে বাকি উপজেলায় নির্বাচন করা হবে।

ইসি সূত্র জানায়, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন আইনত নির্দলীয় হলেও আইন সংশোধনের ফলে এবার এ নির্বাচন হবে দলীয় প্রতীকে। এ কারণে রাজনৈতিক দলগুলোকে উপজেলা পরিষদের প্রার্থী মনোনয়নের কাজ সহসাই শুরু করতে হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পর ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন। ১৯ ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট ছয় ধাপে ওই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জিএস/টিআর

ইসি সচিব উপজেলা নির্বাচন হেলালুদ্দীন আহমদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর