Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারমুক্ত হবে ঢাকা: সাঈদ খোকন


২ জানুয়ারি ২০১৯ ১৪:১৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঢাকাবাসীকে পরিষ্কার নগরী উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। এখন ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্য পোস্টার সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটির পোস্টার সরিয়ে ফেলব।’

বুধবার (২ জানুয়ারি) ডিএসসিরি নর্থ-সাউথ রোডের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পোস্টার অপসারণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এই প্রতিশ্রুতি দেন।

পোস্টার সরানোর কাজে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমি আশা করবো, নব নির্বাচিত সংসদ সদস্যরা এখন পোস্টার সরানোর বিষয়েও একই রকমের আন্তরিক হবেন।’

সিটি করপোরেশনের কর্মীদের একার পক্ষে এই বিশাল কর্মযজ্ঞ কষ্টসাধ্য উল্লেখ করে মেয়র বলেন, ‘আমাদের দুই কোটি মানুষের বিশাল এই শহরে অনেক অলিগলির কোনো কোনোটা হয়তো বাদ পড়ে যেতে পারে। এক্ষেত্রে দলীয় কর্মীরা কাজ করলে শহর অনেক সহজে পরিচ্ছন্ন করা সম্ভব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘উত্তর সিটি করপোরেশনেও একইরকমের একটা পরিচ্ছন্নতা অভিযান চলছে। বৃহস্পতিবার রাত থেকে সিটি করপোরেশোনের নিয়মিত রাতের শিফট চালু করা হবে, যেন ঠিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের প্রস্তাবনা অনুযায়ী, নির্বাচন ছাড়া অন্য কোনো কাজে পোস্টার লাগানো হলে জরিমানা করার বিধান এখনই শুরু করতে চান না দক্ষিণের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘এখনও আমাদের সমাজে পোস্টারের সচেতনতা ওই পর্যায়ে পৌঁছায়নি যে, আমরা জরিমানা করতে পারি।’এই মুহূর্তে শুধু নাগরিকদের সচেতন করার মাধ্যমে পোস্টার অপসারণের কার্যক্রম চালিয়ে যেতে চান বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএ/এমএনএইচ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টার অপসারণ সাঈদ খোকন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর