Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে গ্রামবাসীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০


২ জানুয়ারি ২০১৯ ১৫:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফরিদপুর : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর মধ্যে দু-দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে।

বুধবার (২ জানুয়ারি) উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৮টার দিকে ফুকরা বাজারে হায়দার সিকদারের সমর্থক লাল মিয়ার সাথে কাউছার মাতুব্বারের সমর্থক রুহুল মোল্যার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় লাল মিয়া আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই উভয় দলের সমর্থকরা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ২৭ রাউন্ড রাবার বুলেট ও ছয়টি টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

রাতের এই সংঘর্ষের সূত্র ধরে বুধবার সকালে উভয় পক্ষের সমর্থকরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২০টি বসতবাড়ি ভাংচুর করা হয়।

খবর পেয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকছুদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান ঘটনাস্থলে যান।

ওসি দেলোয়ার হোসেন খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতে ২৭ রাউন্ড রাবার বুলেট ও ৬ টি টিয়ারসেল ও বুধবার সকালে ৫ রাউন্ড রাবার বুলেট ও ১৮টি টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে লিপ্ত থাকা ৭ জনকে আটক করা হয়। এছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

গ্রামবাসী দুই পক্ষের সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর