ভারত-বাংলাদেশের সোনালি দিন শুরু: হর্ষবর্ধন শ্রিংলা
২ জানুয়ারি ২০১৯ ১৭:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সোনালি দিন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
সেতুভবনে বুধবার (২ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
শ্রিংলা বলেন, ‘দুইদেশের সম্পর্কে সোনালি দিনের সূচনা হয়েছে। বাংলাদেশের নতুন সরকারকে ভারত সমর্থন জানাচ্ছে। এছাড়া নির্বাচনে বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ফোন করে শুভেচ্ছা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়েছেন।’
ভারতের হাইকমিশনার আরও বলেন, ‘নির্বাচন পরবর্তী শুভেচ্ছা জানাতে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছি। এছাড়া আমিও চলে যাচ্ছি। সবমিলিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম।’
সারাবাংলা/এএইচএইচ/একে