Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ৬ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে


২ জানুয়ারি ২০১৯ ১৮:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী ৬ জানুয়ারি ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে।

ঢাকার ভারতীয় মিশন থেকে বুধবার (২ জানুয়ারি) বিকেলে পাঠানো এক বার্তায় বলা হয়, ভারতীয় হাই কমিশন আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হতে যাচ্ছে।

প্রান্তিক ও দূরবর্তী এলাকার বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার চাহিদা পূরণ ও ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতেই নতুন এই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে।

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু আছে। নতুন ছয়টি ভিসা আবেদন কেন্দ্র চালু হলে এই সংখ্যা হবে ১৫।

সারাবাংলা/জেআইএল/টিআর

৬ ভিসা আবেদন কেন্দ্র ভিসা আবেদন কেন্দ্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর