বগুড়ায় নির্বাচনি সহিংসতায় আহত আ.লীগ নেতার ঢামেক হাসপাতালে মৃত্যু
২ জানুয়ারি ২০১৯ ১৮:২১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বগুড়ার কাহালু উপজেলায় নির্বাচনি সহিংসতায় আহত স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম জুয়েল (৩৮) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য বুধবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান মিঠু চৌধুরী সারাবাংলাকে জানান, গত ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই যুবলীগ নেতা আজিজুল মারা যান। এতে আহত হন নাজমুল হোসেন জুয়েল ও মাহবুব। তাদের উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জুয়েলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে এদিন (বুধবার) তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
মাহবুব এখনও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, জানান মিঠু চৌধুরী।
সারাবাংলা/এসএসআর/এটি