Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যতদিন বেঁচে থাকবো জনগণের সেবা অব্যাহত রাখবো: প্রধানমন্ত্রী


২ জানুয়ারি ২০১৯ ১৮:৪৭ | আপডেট: ২ জানুয়ারি ২০১৯ ২২:১৯

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণের সেবা করাটা একটি বড় কাজ। আমি যতদিন বেঁচে থাকবো, এটা অব্যাহত রাখবো।’

বুধবার (২ জানুয়ারি) বিকেলে গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় উপলক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসা বাংলাদেশ স্কাউটস্, গার্ল গাইড অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, উচ্চপদস্থ সামরিক-বেসামরিক ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরে দেশ ও জনগণের প্রতি আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে।’এ সময় তিনি জনগণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাওয়ারও অভিপ্রায় জানান।

শেখ হাসিনা বলেন, ‘রোববারের নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় সব সম্প্রদায় ও শ্রেণিপেশার জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’ তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের জনগণ আওয়ামী লীগের বিজয়ের জন্য সর্বান্তকরণে প্রচেষ্টা চালিয়েছিল। এজন্য আমি তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ’সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মাটিতে এ ধরনের জঞ্জালের কোনো স্থান হবে না।’

এ সময় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলায় সবর সহযোগিতা কামনা করেন। সূত্র: বাসস

সারাবাংলা/এমএনএইচ

প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর