ভোটে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফল ঘটেছে: কানাডা
২ জানুয়ারি ২০১৯ ২২:৪৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: এবারের ভোটে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ইতিবাচক প্রতিফলন ঘটেছে বলে এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে।
বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন নিয়ে অটোয়া থেকে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২ জানুয়ারি) বিবৃতিটি গণমাধ্যমে বার্তা পাঠিয়ে জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের জনগণ যে শক্তিশালি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন তারই সাক্ষ্য বহন করছে।’
একাত্তরে কানাডাই প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল উল্লেখ করে বলা হয়, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কানাডার সমর্থন অব্যাহত থাকবে।’
বিবৃতিতে বলা হয়, ‘শক্তিশালি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কার্যকর বিরোধী পক্ষদের নিয়ে সুষ্ঠু ভোট অনুষ্ঠান, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের স্বাধীনতাকে কানাডা গুরুত্বের সঙ্গে প্রাধান্য দিয়ে থাকে।’
ভোটের আগে এবং পরের অনিয়ম এবং সহিংসতার নিরপেক্ষ তদন্ত চেয়ে বিবৃতিতে বলা হয়, ‘এবারের ভোটে সবগুলো রাজনৈতিক দলের অংশগ্রহণকে সাধুবাদ। কিন্তু ভোটের আগে এবং পরে অনিয়ম এবং সহিংসতার ঘটনা দুঃখজনক। আশা করব, সবগুলো দলকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অনিয়ম এবং সহিংসতার প্রকৃত তদন্ত করে যথাযথ উদ্যোগ নিবে। সহিংসতায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কানাডা সেসব পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, ‘সরকার বদলের সন্ধিক্ষণে সবকিছু শান্তিপূর্ণ, আইন অনুযায়ী শেষ হবে বলে কানাডা বিশ্বাস করে। এ ছাড়া মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশ কারার নাগরিক অধিকার অক্ষুণ্ন থাকবে বলেও কানাডা বিশ্বাস করে।’
সারাবাংলা/জেআইএল/একে