Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রভাষক কৃষ্ণা কাবেরী হত্যার মামলার রায় আজ


৩ জানুয়ারি ২০১৯ ১১:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: আদাবর মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক কৃষ্ণা কাবেরী মণ্ডল হত্যা মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ রায় ঘোষণা করবেন।

ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ১ এর পেশকার সামসুদ্দিন সারাবাংলাকে বলেন, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ রায় ঘোষণা করবে বিচারক।

এর আগে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করেছিলেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ সারাবাংলাকে জানান, মামলার একমাত্র আসামি পলাশ হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ মোহাম্মদপুরের ইকবাল রোডের ভাড়া বাসায় দুর্বৃত্তের হামলায় মারাত্মক আহত ও আগুনে পুড়ে দগ্ধ হন কৃষ্ণা কাবেরী মণ্ডল। এই ঘটনার পরদিন কৃষ্ণা কাবেরী হাসপাতালেই মারা যান। ওই ঘটনার সময় ভিকটিমের দুই মেয়ে শোভনা ও অদিতি আহত হন।

ওই ঘটনায় কৃষ্ণা কাবেরীর বড় ভাই সুধাংশু শেখর বিশ্বাস মোহাম্মদপুর থানায় গুলশানের ব্রোকারেজ হাউজ হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপক জহিরুল ইসলাম পলাশকে হত্যার মামলার আসামি করেন। সেই সময় সীতাংশু শেখর বিশ্বাস বিআরটিএর প্রকৌশল বিভাগের উপপরিচালক ছিলেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক দেলোয়ার হোসেন ২০১৬ সালের ৩০ মে আদালতে আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিল করেন।

২০১৭ সালের ২০ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুর উদ্দিন একমাত্র আসামি গুলশানের ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপক এম জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার চার্জশিটে বলা হয়, সীতাংশু বিশ্বাস হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজের মাধ্যমে বিও অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে আট লাখ টাকা ছিল। সীতাংশুর শেয়ার আত্মসাৎ করার জন্য তাকে হত্যার চেষ্টা করেন একমাত্র আসামি পলাশ। সেই হামলার ফলে তার মৃত্যু হয়।

এই মালায় মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

সারাবাংলা /এআই/আরএ

প্রভাষক কৃষ্ণা কাবেরী হত্যা মামলার রায় মামলার রায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর