Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইকো মামলার শুনানিতে খালেদা জিয়ার অসন্তোষ


৩ জানুয়ারি ২০১৯ ১৩:২১

ফাইল ছবি

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে বিচারককে আদালতের বিষয়ে অসন্তোষ জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে শুরু হওয়া নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে খালেদা জিয়া এই অসন্তোষ জানান।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে হুইল চেয়ারে সাদা শাড়ি ও গোলাপী ওড়না পরে আসেন খালেদা জিয়া।

এ সময় তিনি বলেন, রাস্তা ছেড়ে দেন। এত লোক কেন? জজের সামনে এত লোক তো থাকার কথা নয়। এত লোকই যদি থাকে তাহলে জায়গা এত ছোট কেন? এরপর বিচারক এজলাসে উঠতে কিছুটা সময় লাগায় বিএনপিপন্থি আইনজীবি মওদুদ আহমদসহ সিনিয়র আইনজীবিরা খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন।

এরপর বিচারক আসলে আদালত শুরু হয়। এ সময় মওদুদ আহমদ বিচারকের উদ্দেশে বলেন, আমরা বারবার বলেছি এই জায়গায় অ্যাকোমোডেশন করা হয়না। এখানে কষ্ট হয়। মওদুদের কথা কেড়ে নিয়ে খালেদা জিয়া বলেন, এত লোক থাকলে তাদের বসতে দিতে হবে। আমি বলতে চাই, এরকম সংকীর্ণ জায়গায় কোর্ট চলতে পারে না। আর যদি এই জায়গায় কোর্ট চলে তাহলে আমি আর আসবেনা। যা সাজা দেওয়ার দিয়ে দেবেন। আমার লোকজন আসতে পারে না। এর আগেও আমি বলেছি এ কথা। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জবাবে আদালত বলেন, আগামী কোর্টে পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। তখন খালেদা জিয়া আবারও বিচারককে বলেন, ব্যবস্থাই শুধু করার কথা বলা হয় কিন্তু করা হয় না। এর উত্তরে বিচারক বলেন, আমি নতুন এসেছি। আজ আমার প্রথম কোর্ট। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা করব।

এরপর আদালতে শুনানি শুরু হয়। শুনানিতে এফবিআইয়ের প্রতিবেদন ও আসামীপক্ষের দরখাস্ত আদালতে নথিভুক্ত করা হয়। নতুন বিচারক আসায় রাষ্ট্রপক্ষের চার্জ শুনানি নতুন করে শুরু হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/জেএএম

খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর