Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছর সাজাভোগের পর দেশে ফিরল ৪ শিশু-কিশোর


৩ জানুয়ারি ২০১৯ ১৩:৫৭

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

হিলি : ভারতে অনুপ্রবেশের দায়ে এক থেকে দেড় বছর সাজাভোগ শেষে হিলি স্থল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছে চার শিশু-কিশোর।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনিী বিএসএফ সদস্যদের উপস্থিতিতে সীমান্তের শুন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ চার শিশু-কিশোরকে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এদের বয়স ৭ থেকে ১৪ বছর।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরত আসা শিশু-কিশোর দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে সে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হবার পর তাদের ভারতের দক্ষিন দিনাজপুরের বালুরঘাট শিশুশোধানাগারে রাখা হয়। সেখানে এক থেকে দেড় বছর আটক থাকার পর সাজা শেষ হওয়ায় আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ভারত থেকে ফেরত আসা শিশু-কিশোরকে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেয় হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ফেরত আসা শিশু-কিশোররা হলো,জামালপুর জেলার মেলেন্দাহ উপজেলার উদনাপাড়া গ্রামের হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (৭), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের আবু বক্করের ছেলে রবিউল আলম (১৪), জয়পুরহাট জেলার নিত্তিপাড়া গ্রামের মৃত মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি (৭) এবং কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজিমুড়া গ্রামের জামাল হোসেন এর ছেলে জাফর ইকবাল (১৩)।

সারাবাংলা/এসএমএন

ভারতে অনুপ্রবেশ হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর