Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে স্মারকলিপি দিলেন ঐক্যফ্রন্টের নেতারা


৩ জানুয়ারি ২০১৯ ১৫:২৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন- আমরা শপথ নিচ্ছি না: মির্জা ফখরুল

তবে ১৫ জন যাওয়ার কথা থাকলে প্রথম ধাপে ইসিতে প্রবেশে করেন সাত নেতা। এরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এর আগে বুধবার (২ জানুয়ারি) ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসিতে পাঠানো এক চিঠিতে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন।

তবে বৃহস্পতিবার দুপুরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরো পড়ুন : ঐক্যফ্রন্টের স্মারকলিপি, ইসির নিরাপত্তা জোরদার

সারাবাংলা/এসএমএন

ঐক্যফ্রন্ট নির্বাচন কমিশন (ইসি)

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর