মহাজোটের নিরঙ্কুশ বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান
৪ জানুয়ারি ২০১৯ ০১:৪৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়কে স্বাগত জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে বিজয়ী দলকে স্বাগত জানায় দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং-কালে পাকিস্তানের উইওন টিভির এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মুহম্মদ ফয়সাল বলেন, বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে আমরা স্বাগত জানাই। ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তি অনুসারে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
ফয়সাল আরও বলেন, আশা করছি নতুন সরকারের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো দৃঢ় ও মজবুদ হবে।
জাতীয় নির্বাচনে হ্যাটট্রিক জয় পাওয়ার পর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপধান ও প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কি কান, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সউদ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
সারাবাংলা/এমএমএইচ/এনএইচ