‘রেমিটেন্স যোদ্ধা’ প্রবাসীদের পাশে আছি: চট্টগ্রামের মেয়র
৪ জানুয়ারি ২০১৯ ১৮:৪৪
।। সারাবাংলা ডেস্ক।।
চট্টগ্রাম ব্যুরো: কাজের সূত্রে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের যে কোন সমস্যায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি কাজের জন্য বিদেশে থাকা প্রবাসীদের ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে ওমানের চট্টগ্রাম সমিতির প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মেয়র বলেন, দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছেন প্রবাসীরা। রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং দেশে তাদের সমস্যাগুলো নিরসনে সবারই দায়িত্ব রয়েছে। আমার দরজা প্রবাসীদের জন্য সবসময় খোলা থাকবে। প্রবাসীরা কোনো সমস্যা নিয়ে এলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সভায় ওমান সমিতির নেতারা জানান, ওমানে এখন ৮ লাখ প্রবাসী বাংলাদেশি আছেন। এর মধ্যে ৬০ শতাংশ প্রবাসীই চট্টগ্রামের। ওমানে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা মেয়রের কাছে তুলে ধরেন সমিতির নেতারা।
ওমানে চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে সমিতির উপদেষ্টা মো. সামসুল আজিম আনছার, সহ সংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া সম্পাদক মো. ইব্রাহিম চৌধুরী, আপ্যায়ন সম্পাদক আজিজুর রহমান, সদস্য আলম সিকদার, নুরুল আলম ও সফিউল আলম এবং সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/এমএইচ