Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৮ ঘণ্টা পরও রাজধানী থেকে সরেনি নির্বাচনি ব্যানার-পোস্টার


৪ জানুয়ারি ২০১৯ ১৯:৩২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত ব্যানার-পোস্টার ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাও একই কথা বলেছিলেন। কিন্তু নগরীর প্রধান সড়কের প্রচার সামগ্রী সরানো হলেও বুধবার (২ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত, এই ৪৮ ঘণ্টা পার হওয়ার পরও নগরীর অলিগলি থেকে এগুলো  সরানো  হয়নি।  এ প্রসঙ্গে উভয় সিটির কর্মকর্তারা বলেন, অধিকাংশই সরানো হয়েছে। যেগুলো বাকি আছে, সেগুলো শুক্রবার রাতের মধ্যেই সরানো হবে বলেও তারা দাবি করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১১টার পর সরেজমিনে রাজধানীর হাজারীবাগ, বংশাল, ঢাকা মেডিকেল, মোহাম্মদপুর, আগারঁগাও, রামপুরা, উত্তরা ও মালিবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সেসব এলাকার প্রধান সড়কগুলোতে থাকা নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ করা হলেও এখনও অলিগলিতে রয়ে গেছে নির্বাচনি প্রচার সামগ্রী।

সরেজমিনে দেখা গেছে, রামপুরার প্রধান সড়ক থেকে বৃহস্পতিবার পোস্টার-ব্যানার অপসারণ করা হলেও সড়কের পাশের অলিগলিতে থাকা পোস্টার-ব্যানার অপসারণ করেননি পরিচ্ছন্নতাকর্মীরা। একই অবস্থা মালিবাগ, মৌচাক ও চৌধুরী পাড়া এলাকায়ও।

মালিবাগের স্থানীয় বাসিন্দা রফিকুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘গতকাল বিকেলে মূল রাস্তার ওপর ঝুলে থাকা পোস্টারগুলো ছিঁড়ে ফেলতে দেখেছি। কিন্তু আমাদের গলিতে থাকাপোস্টারগুলো এখনও সরানো হয়নি। সেগুলো এখনও ঝুলছে।’

ছবিটি শুক্রবার (৪ জানুয়ারি) মালিবাগ এলাকা থেকে তোলা।

বিজ্ঞাপন

একই অভিযোগ করলেন রামপুরার বাসিন্দা সিয়াম। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের এলাকায় কাউকে আসতে দেখিনি। তবে রাস্তায় যেগুলো ছিল, সেগুলো গতকাল সিটি করপোরেশনের লোকজন সরিয়ে নিয়েছে। কিন্তু আমাদের গলিতে এখনও ব্যানার-পোস্টার আছে।’

৪৮ ঘণ্টা পরও নগরীকে নির্বাচনি ব্যানার-পোস্টারমুক্ত করতে না পারা প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যেই নির্বাচনি প্রচার সামগ্রী অপসারণ করার ঘোষণা অনুযায়ী সব অপসারণ করা হয়েছে। যেসব অলিগলিতে এখনও দেখা যাচ্ছে, সেগুলো আজ রাতের মধ্যেই সরিয়ে ফেলা হবে।’

এদিকে, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা সারাবাংলাকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী সব জায়গা থেকে অপসারণ করা হয়েছে নির্বাচনি পোস্টার-ব্যানার। তবে যেসব জায়গায়  দু্ই-একটা পোস্টার এখনও রয়ে গেছে, সেসব জায়গা থেকে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।’ এ জন্য কোথাও ব্যানার পোস্টার থাকলে তার তথ্য দিয়ে নগরবাসীকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এসএইচ/এমও/এমএনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর