Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুনর্নির্বাচনের দাবি বিএনপি’র ষড়যন্ত্রের বীজ রোপণের অপচেষ্টা’


৪ জানুয়ারি ২০১৯ ২২:৩৩

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন পরিচালনায় নেতৃত্বের সীমাহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নির্বাচন সংক্রান্ত মনগড়া অভিযোগের ফিরিস্তি দিচ্ছে। পুনর্নির্বাচনের দাবি তুলে এ দলটি (বিএনপি) নতুন ষড়যন্ত্রের বীজ রোপণের অপচেষ্টা করছে।

শুক্রবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় জাসদ সভাপতি ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন পরিচালনায় বিএনপির নেতারা সম্পূর্ণ ব্যর্থ ও জনবিচ্ছিন্ন ছিলেন। অস্বাভাবিক পরিস্থিতি তৈরির উছিলা খুঁজে গায়েবি শক্তির হস্তক্ষেপের অপেক্ষায় তারা নির্বাচনের দিকে মন না দিয়ে ষড়যন্ত্রের পথে পা বাড়িয়েছে। এখন পিঠ বাঁচানোর জন্য মনগড়া অভিযোগের আশ্রয় নিয়েছে।’

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য শিরীন আখতার, জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি আফরোজা হক রীনাসহ জাসদ কেন্দ্রীয় ও মহানগর জাসদের নেতারা অংশগ্রহণ করেন।

নির্বাচনে হারলেই ফল প্রত্যাখ্যান বিএনপির পুরোনো রাজনৈতিক বদঅভ্যাস একথা উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ফলও হারা মাত্র প্রত্যাখ্যান করেছে বিএনপি।’ খবর: বাসস।

সাংবাদিকদের হুমকি দেওয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো হুমকি এলেই তথ্য মন্ত্রণালয়কে আপনারা অবহিত করুন’। তিনি শেখ হাসিনার সরকারকে গণমাধ্যম-বান্ধব সরকার হিসেবেও অভিহিত করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর