Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় বাঁশের আড়তের আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে


৫ জানুয়ারি ২০১৯ ০২:০৮

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে বাঁশের আড়তে লাগা আগুন এক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ওই বাশের আড়তে শুক্রবার দিনগত রাত ১২টা ৩২ মিনিটে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বাবুল মিয়া সারাবাংলাকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে এক ঘণ্টা চেষ্টার পর রাত পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, বাঁশের আড়ত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাঁশের ব্যবসার পাশাপাশি ব্যাপারিরা এখানে ঘর বানিয়ে রাত্রিযাপন করেন। ফলে বাঁশের আড়তে আগুন লাগায় মাচা ঘরগুলোও ঝুঁকিতে পড়ে।

তবে কীভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে ফায়ার সার্ভিস এখনো নিশ্চিত হতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, শীতের রাত হওয়ায় কেউ হয়তো আগুন পোহাচ্ছিলেন। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে বলেও তাদের ধারণা।

সারাবাংলা/একে

আগুন ফায়ার সার্ভিস বাড্ডা বাশের আড়ত