Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণধর্ষণের শিকার নারীকে দেখতে সুবর্ণচর যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা


৫ জানুয়ারি ২০১৯ ০৯:২৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ১০:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীকে দেখতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল।

শনিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রওনা দেয় দলটি।

মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলে রয়েছেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদসহ অন্যরা।

সব মিলিয়ে ২০টির মতো গাড়ি নিয়ে এই প্রতিনিধি দলে যুক্ত হয়েছেন ঐক্যফ্রন্টের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

গত রোববার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে ওই নারীর বাড়িতে গিয়ে রুহুল আমিনের নেতৃত্বে হামলা চালানো হয়। এরপর বাড়ির পাশে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন হামলাকারীরা। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী নয় জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা রুহুল আমিনকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এসএমএন

ঐক্যফ্রন্ট গণধর্ষণের শিকার সুবর্ণচর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর