Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মলিন ‘বিজয়া’য় উজ্জ্বল জয়া


৫ জানুয়ারি ২০১৯ ১৩:১৮

বিজয়া

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘বিসর্জন’ যতোটা স্পর্শ করতে পেরেছিলো মানুষের হৃদয়, ‘বিজয়া’ ততোটা পারলো না। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র মতে, ‘বিসর্জনের ছায়া হয়েই থেকে গেল বিজয়া’। তবে গল্প নির্মাণের দুর্বলতা ধরলেও ‘বিজয়া’য় প্রধান চরিত্রে অভিনয় করা বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের দারুণ প্রশংসা করেছে গণমাধ্যমটি।

‘বিজয়া’ মূলত দেশভাগের দুঃখ, ধর্ম, কাঁটাতার আর প্রেমের আখ্যান। ছবিটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। এতে আবীর-জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হলেও ভারতের বেশিরভাগ সমালোচকেরা বলছেন ‘বিসর্জন’র ছায়া থেকে ‘বিজয়া’কে বের করে আনতে ব্যর্থ হয়েছেন এই নির্মাতা। তাদের মতে গল্প নির্মাণে আরও সচেতন হতে পারতেন কৌশিক।


আরও পড়ুন :  রাজনীতির মুখে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’


বিসর্জনের গল্পে বাংলাদেশের শ্রীপুরে নদীর ধারে অসুস্থ এক অচেনা মানুষকে কুড়িয়ে পেয়েছিল পদ্মা। কোন কিছু চিন্তা না করেই তাকে নিয়ে এসেছিল বাড়ি। জানা যায় লোকটার নাম নাসির আলি। এদিকে গ্রামের প্রভাবশালী মানুষ গণেশ মণ্ডল পদ্মার স্বামী। গনেশ আর নাসিরকে নিয়ে টানাপোড়েন, সমাজ জীবন, বাস্তবতা এবং রাজনীতির মিশেলেই তৈরী হয়েছিল বিসর্জন।

বিসর্জনের গল্প যেখানে শেষ হয়েছিল বিজয়ার গল্প শুরু হয়েছে সেখানে। তারপরও সেই বিসর্জনের ছায়া হয়েই যেন থাকলো বিজয়া। এ কারণেই ছবিটি দেখে দেখে হতাশ হয়েছেন সিনেমাপ্রেমীরা। তবে সিনেমা হতাশ করলে হতাশ করেননি জয়া আহসান। এই ছবিতে বিসর্জনের চেয়েও ভালো অভিনয় করেছেন তিনি। পদ্মা চরিত্রে অসামান্য অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি পূর্ব-পশ্চিম দুই বাংলাতেই সেরা!

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম


আরও পড়ুন :  অপূর্বা-জয়ের প্রেমের গল্প ‘প্রেম আমার ২’


আবির চট্টোপাধ্যায় কৌশিক গাঙ্গুলী জয়া আহসান বিজয়া বিসর্জন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর