Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিজিৎ রায়ের পথ ধরেই মায়েরও মরণোত্তর দেহদান


৫ জানুয়ারি ২০১৯ ১৭:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ছেলের পথ অনুসরণ করলেন মা। বড় ছেলে মুক্তমনা ব্লগার, বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় মরণোত্তর দেহ দান করেছিলেন ২০১৫ সালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। আর ২০১৯ সালে মা শেফালী রায় মরণোত্তর দেহদান করলেন ঢাকার আদ-দ্বীন হাসপাতালে। হাসপাতাল সূত্র জানায়, আদ-দ্বীন হাসপাতালে স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের ঘটনা এই প্রথম।

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ভোর ছয়টায় মারা যান শেফালী রায়। তার বড় ছেলে অভিজিৎ রায় ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথে ফুটপাতে অতর্কিতে চাপাতি হামলার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অভিজেতের ওপর হামলার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী রাফিদা আহমেদও। এ সময় তিনিও গুরুতর আহত হন। অভিজিতের মৃত্যুর পর তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, শেফালী রায়ের মৃতদেহ গ্রহণ করেছি।’ মৃতদেহটি কলেজে রাখা হয়েছে বলেও তিনি জানান

সারাবাংলা/জেএ/এমএনএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর