Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪২৮১ কোটি টাকা আয়কর সংগ্রহ, প্রবৃদ্ধি ২৮ শতাংশ


১ ডিসেম্বর ২০১৭ ১১:২১

সারাবাংলা প্রতিবেদক

চলতি অর্থবছর ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিল করেছে ১৫ লাখ ৪৫ হাজার ৬১৬ জন করদাতা, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। একই সময়কাল মেয়াদে আয়কর সংগ্রহ হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকার, যেক্ষেত্রে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ৩৭ শতাংশ।

৩০ নভেম্বর ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়। দিনটিতে গভীর রাত পর্যন্ত করাদাতারা রিটার্ন দাখিল ও কর প্রদান করেছেন।  প্রতিটি সার্কেল অফিসে ছিল উপচেপড়া ভিড়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মত রাত ৮ টা পর্যন্ত খোলা রাখা হয়েছিল ব্যাংক।

এনবিআর সূত্রে জানা গেছে, ৩০ নভেম্বর পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪ জন করদাতা ই-টিআইএন নিবন্ধন করেছেন। সময় বৃদ্ধির আবেদন জানিয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৬২৬ জন করদাতা। যা গতবছরের চেয়ে ৮৪ দশমিক ১০ শতাংশ বেশি।

সারাবাংলা/এএইচটি/একে/০১ ডিসেম্বর, ২০১৭

 

 

 

 

 

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর