বিমানবন্দরে ওজন প্রতারণা, দুই প্রতারকের কারাদণ্ড
৫ জানুয়ারি ২০১৯ ২১:০৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই প্রতারককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শনিবার সকালে মনির উদ্দিন ও দুখু মিয়া নামের দুই প্রতারককে আটক করে আদালতে প্রেরণ করে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
পুলিশ জানিয়েছে, যাত্রীদের ব্যাগের ওজন নিয়ে প্রতারণা করে টাকা আদায় করতো তারা। বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের মধ্যে অনেকে ব্যাগের গায়ে নিজের ফোন নাম্বার লিখে রাখেন। বিমানবন্দরে আসা যাত্রীদের ব্যাগ থেকে ফোন নাম্বার সংগ্রহ করে প্রতারক চক্রটি বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে যাত্রীদের ফোন দিতো। লাগেজের ওজন বেশি হয়েছে বলে অতিরিক্ত টাকা দাবি করতো। যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে দুই প্রতারককে আটক করা হয়। পরবর্তীতে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করা হলে তাদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিল আহমেদ।
দীর্ঘদিন ধরেই তারা প্রতারণা করে আসছিলো উল্লেখ করে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান বলেন, ‘তারা যাত্রীদের ফোন করে নিজেদের বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিতো। যাত্রীদের বলতো ব্যাগের ওজন বেশি হয়ে গেছে—টাকা না দিলে ব্যাগ যাবে না। কিন্তু টাকার অংক কম দাবি করায় অনেকে বিশ্বাস করে তাদের কাছে বিকাশে টাকা পাঠাতো। যেহেতু বিদেশগামী যাত্রীদের তারা টার্গেট করতো তাই যাত্রীরাও অভিযোগ করতো না। তবে কয়েকজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে প্রতারকদের অনুসরণ করা হয়। আজ তাদের আটক করে আদালতে প্রেরণ করা হয়।’
সারাবাংলা/জেএ/এমআই