Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয়নগরে মাহতাব প্লাজার আগুন নিয়ন্ত্রণে


৫ জানুয়ারি ২০১৯ ২১:২৭ | আপডেট: ৫ জানুয়ারি ২০১৯ ২২:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বিজয় নগরে হোটেল ৭১-এর পাশে মাহাতাব প্লাজার সপ্তম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৫ জানুয়ারি) রাত ৮টা ৫৫ মিনিটে ভবনটিতে আগুন লাগলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মাহতাব প্লাজার আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করে। তবে এখনো পর্যন্ত কারও হতাহত বা ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমআই

আগুন মাহাতাব প্লাজা